ঢাকাSaturday , 21 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরায়েলকে উপড়ে ফেলার এখনই সময় — হেফাজতে ইসলাম বাংলাদেশ

refazbiswas
June 21, 2025 4:04 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরায়েলকে উপড়ে ফেলার এখনই সময় — হেফাজতে ইসলাম বাংলাদেশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চলমান ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহের প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক তীব্র বিবৃতি দিয়ে বলেছেন, ‘ইসরাইল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে। মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’

আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন — ‘বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের নামে জায়োনিস্ট ইসরাইল ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। আমেরিকা-ইসরাইলের এই যুদ্ধঅপরাধের পক্ষে দাঁড়িয়েছে ইউরোপের মোড়ল রাষ্ট্রগুলোও। ইসরাইলের ভাগ্য জড়িত আছে আমেরিকা-ইউরোপের পতনের সাথেই। পৃথিবী এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক সামরিক জ্ঞান ও প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

তারা আরও বলেন, ‘ইসরাইল যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালায়, তখন কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা-ইউরোপ নিশ্চুপ থাকে। আর যখন জায়োনিস্ট ইসরাইল প্রতিরোধের মুখে পড়ে, তখন তাদের কণ্ঠে নির্লজ্জ মাতম শোনা যায়। এরা বিশ্বে কখনো শান্তি প্রতিষ্ঠা করেনি; বরং সাম্রাজ্যবাদ, যুদ্ধ আর ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে যুগের পর যুগ।’

বিবৃতিতে হেফাজত নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন — ‘ইরানকে যুদ্ধে নামতে বাধ্য করা হয়েছে। এটি শুধু ইরানকে নিঃশেষ করার জন্য নয়, বরং মুসলিম বিশ্বের সামরিক শক্তিশালী রাষ্ট্রগুলোকে টার্গেট করে আধুনিক ক্রুসেড চালাচ্ছে ইউরোপ-আমেরিকা। কিন্তু ইতিহাস সাক্ষী, এই আগ্রাসীরা কখনোই সফল হয়নি। এবারও পরাজয় ও ধ্বংস অনিবার্য। ইনশাআল্লাহ।’

বিবৃতির শেষাংশে মুসলিম উম্মাহর ঐক্য, জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক যুদ্ধকৌশলে দক্ষ হয়ে মহাযুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।