ঢাকাSaturday , 21 June 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

প্রতিটি উপজেলায় পাঠাগার স্থাপন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার মহতী উদ্যোগ।

মোঃ সাজেল রানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি

উন্নত ও সচেতন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা ও জ্ঞানচর্চা—এই বিশ্বাস থেকেই সারাদেশে পাঠাগার স্থাপনের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ।

এই প্রকল্পের অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ১১টি জেলার ৪৪টি উপজেলায় পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল পাঠাগার নির্মাণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হলো—তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহী করে জ্ঞান ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, *“আমরা যদি সত্যিকার অর্থে একটি আলোকিত ও উন্নত বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত শিক্ষায় ও জ্ঞানচর্চায়। পাঠাগারই হতে পারে সেই উত্তরণের পথ।”*

তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, *“এটি কেবল একটি অবকাঠামো নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা।”*

এই পাঠাগারগুলোতে থাকবে আধুনিক পাঠচর্চার সুবিধা, ই-লাইব্রেরি সেবা, শিশু কর্নার ও তরুণদের জন্য পৃথক পাঠাকোষ। পরবর্তী ধাপে আরও উপজেলাকে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগকে দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অনেকে সময়োপযোগী এবং প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।