ঢাকাTuesday , 1 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গ্রিল কেটে ১৬ লাখ টাকার মালামাল লুট

refazbiswas
July 1, 2025 3:03 pm
Link Copied!

গ্রিল কেটে ১৬ লাখ টাকার মালামাল লুট

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ব্যক্তির বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক ঢাকায় থাকার সুযোগে চোরেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৬ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন খাঁনের (৬০) বাসায়।

এ ঘটনায় ভুক্তভোগী ফরিদ উদ্দিন খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদ উদ্দিন খাঁন গত ২৩ জুন তার গ্রামের বাড়িতে তালা দিয়ে ঢাকার চকবাজার লালবাগে তার অন্য বাসায় যান। গত ২৭ জুন, শুক্রবার, দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন মূল গেটের তালা ঠিক থাকলেও বসত ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, সব মালামাল এলোমেলো এবং স্টিলের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে আছে।
ফরিদ উদ্দিন জানান, আলমারির ড্রয়ারে তার স্ত্রী ও মেয়ের প্রায় ১০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং তার নিজের রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিল। চোরেরা সবমিলিয়ে মোট ১৬ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, ২৬ জুন রাত ১১টা থেকে ২৭ জুন সকাল ৬টার মধ্যে যেকোনো সময় চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। তারা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘরের ও আলমারির তালা ভেঙে এই চুরি সম্পন্ন করে।

ঘটনার দিন সকাল ৭টার দিকে বাড়ির কেয়ারটেকার মোছাঃ সামিয়া আক্তার প্রথম বিষয়টি টের পেয়ে ফরিদ উদ্দিনকে মোবাইল ফোনে জানান। খবর পেয়ে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

ফরিদ উদ্দিন আরও জানান, তার বাড়ির বারান্দায় একটি সিসি ক্যামেরা রয়েছে। তিনি আশা করছেন, এই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে চোরদের শনাক্ত করা সম্ভব হবে।স্থানীয়ভাবে চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই আব্দুস সালাম বলেন, অভিযোগের তদন্ত শুরু করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।