পবিপ্রবির ৭ হলের নতুন নামকরণ, মুজিব হলের নাম- “বিজয়-২৪”
পবিপ্রবি প্রতিনিধি:মোঃ ফাহিম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের মোট সাত(০৭) টি হলের নাম পরিবর্তন হয়েছে। যার মধ্যে কিছু হল পুরনো নামে ফিরে গেছে এবং কিছু হলে নতুন নামকরণ করা হয়েছে।
গত মঙ্গলবার(০১ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ এবং এ সংক্রান্ত জারীকৃত অফিস আদেশ অবহিতকরণের বিষয়ে ৩০.০৪.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই প্রশাসনিক আদেশ জারী করা হয়েছে।
পরিপত্রে জানানো সিদ্ধান্ত মোতাবেক মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নাম পরিবর্তন করে বিজয়-২৪ নামকরণ করা হয়েছে। শের-ই বাংলা হল-১ এবং শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী নাম শহীদ জিয়াউর রহমান হল-১ এবং শহীদ জিয়াউর রহমান হল-২ করা হয়েছে। মূল ক্যাম্পাস এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর নাম পরিবর্তন করে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাস এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর নাম পরিবর্তন করে সুলতানা রাজিয়া হল নামকরণ করা হয়েছে। এছাড়া নির্মানাধীন নতুন দুটি ছাত্র ও ছাত্রী হলের নাম যথাক্রমে শের-ই বাংলা হল ও চাঁদ সুলতানা হল নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বছরের ১৩ আগস্ট ও ১২ ডিসেম্বর যথাক্রমে বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীরা এবং তখন থেকেই শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবি তোলেন। এছাড়াও মূল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গেলে হলের কিছু আবাসিক শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন নামফলক ভাঙতে যাওয়া শিক্ষার্থীরা।