সাতক্ষীরা সদরের ফিংড়ী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ধুলিহার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম,সদস্য সচিব নূরি আলম সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, প্রভাষক আনারুল ইসলাম, এ এম হাসান, ইসমাইল হোসেন, নাজমুল হোসেন। সভায় বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে অক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ জাতি রক্ষা করতে হলে বিএনপির পতাকাতলে আসতে হবে৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।