লক্ষ্মীপুরে দীঘলী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আবুল বাশার
জেলা প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং দীঘলী ইউনিয়ন বিএনপির কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি গোলাম সারওয়ার , সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।
শনিবার ৬ জুলাই দীঘলী উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব সি.যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, জেলা বিএনপির সিনিয়র নেতা ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন -আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ ভূইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল,নানা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, থানা ছাএদলের আহবায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত ভাবে এ্যানি চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই জনপদকে গড়তে হবে।
সভাপতি পদে বিজয়ী প্রার্থী গোলাম সারওয়ার বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই। আমি স্হানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী কাজী নুরুল আমিন বলেন, ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করবো।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী বলেন, নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় দীঘলী ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম।
এই কাউন্সিলে তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৫২ জন ভোটার তাদের ভোট প্রধান করেন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান ও দীঘলী ইউনিয়ন বিএনপির নির্বাচন সমন্বয়ক ইউসুফ ভূইয়া ভোটের ফলাফল ঘোষনা করেন।
কাউন্সিলে গোলাম সারওয়ার ছাতা প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে সভাপতি, সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ১৫১ ভোট পেয়ে কাজী নুরুল আমিন এবং আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক পদে বাস প্রতীক নিয়ে ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।