এস এম রাজা
এম এন সরদার।। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপি মিউজিক একাডেমির ছাত্রী কণ্ঠশিল্পী আফিয়া তাসনিম তৌশি।সে ঈশ্বরদী গার্লস হাই স্কুল এন্ড কলেজের নিয়মিত ছাত্রী এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক এবং জিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী এসএম রাজা, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেএসএস সভাপতি সিনিয়র সাংবাদিক নাট্য পরিচালক তৌহিদ আক্তার পান্না ও বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান সরদার এর ছোট ভাই সাবেক সাংবাদিক ও ব্যবসায়ী তৌকির আক্তার তুহিন ও শারমিন আক্তার লিজা এর একমাত্র মেয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ কন্ঠশিল্পী আফিয়া তাস্নিম তৌশি ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে। এদিকে ডিডিপির ছাত্রী কণ্ঠশিল্পী তৌশি জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড, মোঃআসলাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপির চেয়ারম্যান সাপ্তাহিক জংশন সম্পাদক এসএম রাজা, ডিডিপির পরিচালক সার্বিক সাঁড়া ঝাউদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান ডিডিপির পরিচালক প্রশাসন বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ডিডিপির শিক্ষা বিষয়ক পরিচালক ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, ডিডিপির সংগীত বিষয়ক পরিচালক ওস্তাদ মাসুদ রানা, ডিডিপির মহিলা বিষয়ক পরিচালক ইলমাতুল ইসলাম রুপা চট্টগ্রামস্থ পাবনা সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আলোবাগ ক্রীড়া সংস্কৃতি ও চিত্ত -বিনোদন সংস্থার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ডিডিপির পরিচালক অনুষ্ঠান এস আর সাইদ,টিজেএ ও জেএসএস সভাপতি তৌহিদ আকতার পান্না,সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসীন,সাপ্তাহিক স্বকাল বাংলা সম্পাদক মিশুক প্রধান, জেএসকেএফ সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী সম্পাদক দেবদুলাল রায়, সাপ্তাহিক পদ্মার খবর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাপ্তাহিক স্বকাল বাংলার প্রধান সম্পাদক সরাফত হোসেন মুন, দৈনিক শতকন্ঠ সম্পাদক নুরুদ্দিন শফি কাজল, দৈনিক ভোরের সংবাদ সম্পাদক ইয়াসিন সেখ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ,স্পর্শ নিউজ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, দৈনিক ঈশ্বরদী নিউজ সম্পাদক আরিফুল ইসলাম সবুজ, আলোর পথে উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি এসএম শিশির মাহমুদ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ। (আগামী সংখ্যায়)।