এস এম রাজা।।
করোনা মহামারীতে বন্ধ থাকা ট্রেনে চলাচল সীমিত আকারে শুরু হওয়ার পর যাত্রীদরে নিরাপদ ভ্রমণরে জন্য ঈশ্বরদী রেলওয়ে পুলশির বিশেষ সেবা কাযক্রম শুরু করেছে । সেবা কাযক্রমরে মধ্যে রয়েছে প্রতি যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করন, ট্রেনে স্টেশনে অবস্থানকালীন সময়ে ঈশ্বরদীতে অবতরন কারী যাত্রী ব্যাততি অন্য কোন যাত্রীকে ট্রেন থেকে প্লাটর্ফমে অবতরণ করা থাকতে বিরত রাখা, অবাঞ্চতি ভিক্ষুক হিজড়া ভাসমান লোকজন অহতেুক প্লাটর্ফমে অবস্থান করতে না দেয়া এবং ট্রেনে ভ্রমণকারী যাত্রীদরে সরকারি নির্দেশনা পালন করা শতভাগ নিশ্চিত করনরে ব্যবস্থা করা। আজ দুপুরে আনুষ্ঠানকি ভাবে সেবা র্কাযক্রম উদ্বোধন করেন জি আর পি পাকশী জেলার ভারপ্রাপ্ত পুলশি সুপার নাঈম-উল- আলম। এসময় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্হাপক আসাদুল হক, ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ গোপাল কর্মকারসহ রেলওয়ে পুলশি ও রেলওয়ের বিভিন্ন র্কমর্কতা উপস্থতি ছিলেন ।
এক প্রশ্নরে জবাবে পুলশি সুপার নাঈম উল আলম বলনে, ট্রেন ভ্রমণরে সময় কোন যাত্রী যাতে করোনা ভাইরাস এর শিকার না হয় এবং কারো দ্বারা সংক্রমতি হতে না পারে তার সকল ব্যাবস্হা রেল পুলশিরে পক্ষ তেকে করা হয়ছে ।আজ দুপুর ১ টায় খুলনা থেকে ঢাকা গামী চিত্রা এক্সপ্রসে ট্রেনেরে মাধ্যমে বিশেষ সেবা র্কাযক্রম উদ্বোধন করা হলো এবং পরর্বতী নির্দশেনা না আাসা র্পযন্ত সকল র্কাযক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।