ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ের কাঁঠালতলা এলাকায় ট্রাকচাপায় বিপুল সরদার (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাবনা-পাকশি বগামিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল ওই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী থানা গেটের সামনে যমুনা শো রুমের কর্মচারী ছিলেন ।
সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকীর জানান, ছিলিমপুর মোড় থেকে সকালে বাইসাইকেল চালিয়ে মন্ত্রীমোড় নিজ বাড়ি ফিরছিলেন বিপুল। এসময় পাবনা থেকে পাকশি রূপপুরমুখী একটি ড্রামট্রাক বিপুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Aa