গতকাল সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ইং ০৮/০৬/ ২০২০ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ ,আকরাম মন্ডল (৩২). পিতা- মৃত জোয়ার্দার মন্ডল, সাং-রসুলপুর, থানা-সাঁথিয়াকে ২০ পিচ ইয়াবাসহ এবং মাদক ব্যবসায়ী ২। বেলাল হোসেন (২৪), পিতা- মৃত সোবহান খান, সাং-পদ্মবিলা, থানা – আতাইকুলা, মাদকসহ সাঁথিয়া থানা পুলিশ আটক করেছেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে অদ্য ইং ০৯/০৬/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আকরামের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ৪টি মামলা রয়েছে। সে রসুলপুর গ্রামের বিখ্যাত সাবেক মাদক ব্যবসায়ী কালুর উত্তরসূরী। এ ধরনের আসামীর বিরুদ্ধে রসুলপুর গ্রামসহ সাঁথিয়া বাসীর ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনসহ কার্যকরী ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেছে গ্রাম বাসী। শুধু আইনগত ব্যবস্থা নিলেই হবে না, সমাজকে ভাল রাখতে গেলে সামাজিক ব্যবস্থা গ্রহনও প্রয়োজন। এ আসামীকে ইতিপূর্বে ০৩ বার পুলিশ আটক করে জেল হাজতে সোপর্দ করেছিল। কিন্তু সে জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।