ঈশ্বরদীতে আগুনে পুড়ে ছাই হলো ৮০ লক্ষ টাকার ঔষধ, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরা, এয়ারকাটার, নগদ টাকা ও মনিটর সহ কোটি টাকার সম্পদ। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ জুন) বিকেল ৪ টায় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট এলাকায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক সাঁড়া ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ও ঔষধের পাইকারী ডিলার।
প্রতিষ্ঠানটির মালিক ডা. জাহিদুর রহমান আখের জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে তার চেম্বার এবং ঔষধের গুদাম সম্পুর্ন পুড়ে গেছে। তিনি জানান, ৩টি রুমে রক্ষিত বিভিন্ন কোম্পানির দেশী-বিদেশী ৮০ লক্ষ টাকার ঔষধ মজুদ ছিল, যা সবই পুড়ে গেছে। তাছাড়া নগদ ৯০ হাজার টাকা, ১টি ফ্রিজ, ২টি এসি, ৬টি সিসি ক্যামেরা, ২টি এয়ার কাটার, ২টি মনিটর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
তিনি অভিযোগ করে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনি ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিস সেখানে গিয়েও মেশিন নষ্ঠ থাকায় আগুন নেভাতে ব্যর্থ হন। পরে আরেকটি মেশিন সংযুক্ত করলেও ততক্ষণে তার পুরো ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
এ বিষয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, প্রথমে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাদের টেকনিক্যাল ত্রুটির কারণে আগুন নেভাতে অপারগ হলে আমরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু তার আগেই অনেক কিছু পুড়ে যায়। ক্ষতির পরিমান কত জানতে চাইলে তিনি জানান, এটা তদন্ত সাপেক্ষে বলতে হবে।