ডাঃ শফিকুল ইসলাম (শামিমের)আপন ছোট মামা ফিরোজ বিশ্বাস স্পর্শ নিউজ ও পাবনা রিপোর্ট ডট কমকে বলেন,শামিম এখন ৮০% সুস্থ আপনাদের দোয়াই,আপনারা আমাদের নিয়ে কোন মিথ্যা গুজব ছড়াবেন না আপনাদের কাছে অনুরোধ, দেখবেন একদিন আপনাদের পাশেই এই ডাঃ শামীমকে পাবেন,এটাও বলছি আপনাদের কারোর যদি করোনা হয় কেউ যদি আপনাদের পাশে না থাকে আমার ভাগনি ডাঃ শামীম অনুরোধ করে আমাদের বলেছে, তাদের পাশে দাড়াতে,আমরা ওয়াদা বদ্ধো,আমরা আপনাদের পাশে দাড়াবো,তবুও অনুরোধ আমাদের শোকাহত পরিবারদের নিয়ে কেউ কোন গুজব ছড়াবেন না।
ঈশ্বরদী বাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন কেউ এ মিথ্যা গুজব এ কান দিবেন না । সবাই দোয়া করবেন,কারা এ গুজব ছাড়াচ্ছে আমরা জানি,তবুও দোয়া করি তাদের প্রতি,আল্লাহ যেন তাদের ইমান দান করেন। সবার ভালো থাকুন। ডাঃ শামীমের জন্য দোয়া করবেন ।কেউ বিভান্ত ছড়াবেন না,প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন..01753674484 ।