পাবান থানাধীন শিবরামপুর মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম ঠানু সরদার তার কর্মচারী মোঃ কিসমত আলী (৫৬) দি সিটি ব্যাংক লিমিটেড পাবনা শাখা হইতে ৫,৫৮,৮০০ উত্তোলন করে জনতা ব্যাংক হইতে টিটি করার জন্য চেক প্রদান করিলে টাকা উত্তোলন করিয়া জনতা ব্যাংকে টিটি না করে আত্মসাৎ করার জন্য সম্পূর্ন টাকা সহ আত্মগোপন করে। বিষয়টি বুঝতে পেরে তিনি আত্মীয়-স্বজন সহ তাকে খোঁজাখুজি করে না পেয়ে ইং ১৫/০৬/২০২০ তারিখ উক্ত বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু করতঃ আসামী গ্রেফতার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের বিষয়ে ব্যাপক অভিযান পরিচালনা করে। পাবনা জেলার অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায়, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইবনে মিজান এর তত্বাবধানে অফিসার ইনচার্জ পাবনা থানা, পাবনা জনাব নাছিম আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে এজাহার প্রাপ্তির ২৪ ঘন্টার পূর্বেই টাকা আত্মসাৎকারী আসামী কিসমত কে গ্রেফতার করেন এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে উক্ত আসামীর নিজ বসত বাড়ীর বাথরুমের হাউজ হইতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় আত্মসাৎকৃত টাকার মধ্যে ৫,১৬,৮০০হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারের প্রচেষ্টা অব্যহত আছে।