অনলাইন রিপোর্টঃ পাবনার আটঘরিয়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২জন। মারা গেছে ২জন। এরা হলেন-একদন্ত ইউনিয়নের বেলদহ গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার এর ছেলে মুক্কাবর হোসেন মারুফ গাজীপুরে, আটঘরিয়ার সঞ্জয়পুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে শ্রাবন্তী আক্তার তামান্না এনায়েতপুর খাজা ইইনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে মতে, সর্বশেষ নমুনা পরীক্ষা ফলাফল পজিটিভ হয়েছে তারা হলেন-কার্তিক চন্দ্র দাসের ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি সনোজিত দাস, একদন্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রের গোলাম রসুলের ছেলে রেজাউল করিম, পাবনা শালগাড়ীয়া গ্রামের মৃত জতি কুমার সরকারের ছেলে স্বপন কুমার, নাসির উদ্দিনের ছেলে উপজেলা ইউএনও অফিসের সিও বাসেদ আলী,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক জিন্নু খান, আব্দুল্লাহ শেখের ছেলে ইউ এইচসি আটঘরিয়ার আরমান শেখ, কালা চঁদপাড়া বড় বাজার মহিউদ্দিনের ছেলে জাহিদ হাসান, একদন্ত এলাকার শামসুল ইসলামের ছেলে মাহাতাব উদ্দিন, নিয়ামতপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আতিকুর ইসলাম, একদন্ত আরইপাড়া গ্রামের মৃত গফুর আলী ছেলে মোক্তার হোসেন। এদের সবাইকে হোম কোয়ারেন্টিাইনে থেকে চিকিৎসা গ্রহন করার জন্য বলা হয়েছে।