অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীতে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নওদাপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়া একটি মাঠের পাশে এক বৃদ্ধা পুরুষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা পুলিশ সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য ও অনুসন্ধানে জানা গেছে, স্থানীয়রা কেউ ওই ব্যক্তিকে চেনেন না। মাঝেমধ্যে তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। লাশ উদ্ধারের সময় তার কাছে থাকা বস্তা পাওয়া গেছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, ‘স্থানীয়দের ভাষ্য মতে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।’