দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প ঈশ্বরদীর পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউনিট-১ এর মূল রিয়্যাক্টর ভবনের তৃতীয় ধাপের কংক্রিট ঢালাই কাজ আজ শনিবার ভোরে সম্পন্ন হয়েছে। গত ১৮ জুন’২০ বৃহস্পতিবার রাতে উদ্বোধন করা হয় ঢালায় কাজ। অনানুষ্ঠানিকভাবে ভয়াবহ করোনা পরিস্হিতির মধেই শুরু হওয়া একাজ টানা ৪০ ঘন্টা ধারাবাহিকভাবে চলার কথা থাকলেও ৩৪ ঘন্টায় সম্পন্ন হয়েছে । কনক্রিট ঢালাইয়ে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগতমান ও ডিজাইন ডকুমেন্টশন অনুযায়ী কাজ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রাশিয়ার জেনারেল কন্ট্রাকটর ‘এটমস্ট্রয় এক্সপোর্ট’ এবং প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলী রোষ্টার করে তদারকি করছেন।রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের
প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বৃহস্পতিবার রাত হতে ইউনিট-১ এর মূল রিয়্যাক্টর ভবনের তৃতীয় ধাপের কংক্রিট ঢালাই কাজর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ধাপে ২০ মিটার হতে ৩৪.৫ মিটার উচ্চতার ঢালাই কাজ দীর্ঘ ৩৪ ঘন্টা ব্যাপী ধারাবাহিকভাবে চলেছে। ঢালাই কাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ডিজাইন প্রস্তুতকারী রাশান সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের ব্যবস্থাপনা ও তদারিক করেছেন।