সাঁথিয়া উপজেলার করমজা কবরস্থানের কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সোবহান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত সোবহান ওই এলাকার সরদার পাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপনে জানতে পারি, ওই এলাকায় একদল
মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সশস্ত্র মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে। আহত হন পুলিশের কনস্টেবল জসিম ও মামুন। তাদের তিন জনকে বেড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে সোবহান মারা যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাসুয়া, দুই জোড়া স্যান্ডেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসপি রফিকুল ইসলাম বলেন, ‘মৃত সোবাহানের বিরূদ্ধে সাঁথিয়া, বেড়া ও আমিনপুর থানায় ১১টি মাদক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’