এস এম রাজা।। আজ মঙ্গলবার দুপুরে পদ্মা নদী থেকে ২ টি লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলো নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামের আতব্বরের ছেলে সেলিম (৩২) ও সহিমুদ্দিনের ছেলে পুকিন (৩০)।সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকা থেকে এবং পুকিনের লাশ উদ্ধার করা হয়েছে পদ্মা নদীর পশ্চিম পাড় লালনশাহ সেতুর নিকটবর্তী এলাকা থেকে। এরা দুজনেই কৃষি শ্রমিক। গত ২১ জুন বিকেলে চরে দিনভর বাদাম তোলার কাজ শেষে বাড়ি ফেরার পথে লক্ষ্মণপুর বালুঘাটের নিকট ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি হলে উল্লেখিত ২ জন নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায় না। অবশেষে আজ দুপুরে ভাসমান অবস্থায় আত্মীয় স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। লালপুর থানা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।