এস এম রাজা ।। ঈশ্বরদী বাজারে শতশত মানুষের মধ্যে বোরকা পার্টির সদস্যরা হাতিয়ে নিল এক শিক্ষিকার ব্যাগ থেকে ২০ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদী বাজারের জনতা ব্যাংকের নীচে কাঁচা বাজারের নিকট।
জানাগেছে, ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর এলাকার এনজিওর শিক্ষিকা হোসনে আরা পলি (৪৫) জনতা ব্যাংক বাজার শাখা থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে। টাকা তোলার সময় বোরকা পড়া ৪ জন মহিলা ব্যাংকে অবস্থান করছিল। পলি টাকা তুলে ভ্যানেটি ব্যাগে রেখে ব্যাংক থেকে বের হয়ে নীচের কাঁচা বাজার অতিক্রম করার সময় ঐ বোরকা পড়া ৪ জন তাকে ঘিরে ধরে। এসময় পলি সামাজিক দুরত্ব বজায় রেখে দাঁড়াতে বলার সংগে সংগে তারা ধাক্কাধাক্কি করে চলে যায়। পরে পলি ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে টাকা নাই। তখন সে বুঝতে পারেযে বোরকাপড়া ঐ মহিলারাই কৌশলে তার ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে গেছে। পরে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। ঘটনাটি চান্চল্য সৃষ্টি করেছে।