নিউএরা ফাউন্ডেশন টিটিয়া শাখা কর্তৃক ৮ জন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা স্মারক, হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদা করা হয়। আজ ২৯ জুন বিকেলে নিউএরা ফাউন্ডেশন লালপুর উপজেলার টিটিয়া শাখায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের উপ পরিচালক মোস্তাক আহমেদ কিরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আতাউর রহমান জার্জিস,দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন, লালপুর প্রেসক্লাবের সভাপতি আবদুল করিম। অনুষ্ঠানে ২ জন বয়স্ক ব্যক্তিকে হুইল চেয়ার,৩ জন শ্রেষ্ট প্রবীণ ও ৩ জন শ্রেষ্ট প্রবীন বাবা- মাকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।