গতকাল রাত ১১.৪৫ ঘটিকায় সময় পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া মোড় সংলগ্ন এলাকা হতে আসামী মোঃ কামাল হোসেন মুন্না (৩৫), পিতা- মৃত খলিলুর রহমান, সাং- মুলাডুলী ষ্টেশনপাড়া, তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে অবৈধ অস্ত্র ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন ও ১৮০ (একশত আশি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় অস্ত্র ও মাদকের পৃথক পৃথক মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।