অনলাইন রিপোর্ট:ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত (৩০) মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। লালপুরের মমিনপুর ঝাপড়া বটগাছ তলা থেকে শুক্রবার (৩ জুলাই) রাত ৯ টায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানায়, লালপুর ইউনিয়নের মমিনপুর ঝাপড়া বটতলার দক্ষিণ পাশে ঈদবার আলীর ইটভাটার নিচে পদ্মার শাখা নদীতে লাশটি দেখতে পায় লোকজন। পরে লালপুর থানা পুলিশের এসআই খাইরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ লাশটি উদ্ধার করেন।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ও মর্গে প্রেরণ করে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি।