ঈশ্বরদী প্রতিনিধিঃঈশ্বরদী উপজেলার বাঘইল হাইস্কুলের অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন স্যার(৭৭)গত বৃহস্পতিবার বিকেলে বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য অব্হায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইন্না-লিল্লাহীী ওয়া ইন্নাইলাহী রাজিউন।গতকাল শুক্রবার সকালে ঈশ্বরদী ফতেমহম্মদপুর করবস্হানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। এক পুত্র, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।মহসিন স্যার দৈনিক আমাদের সময় ঈশ্বরদী প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টুর ছোট চাচ। আগামী সোমবার সকালে ফতেমহ্ম্মদপুর নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মহফিল অনুষ্ঠিত হবে।