অনলাইন রিপোর্টঃ আসন্ন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও তরুণ জননেতা মিজানুর রহমান স্বপন ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব ও ঈশ্বরদী ফটোসাংবাদিক এসোসিয়েশনে করোনা সুরক্ষা সামগ্রী প্রদানসহ সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে কলেজে রোডস্থ মিজানুর রহমান স্বপনের ব্যক্তিগত অফিসে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান ও সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঈশ্বরদী ফটোসাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।