অনলাইন রিপোর্ট:আজ সন্ধ্যায় আটঘরিয়াই আওয়ামিলীগের বর্ধিত সভায় হামলা চালাই আটঘরিয়ার চেয়ারম্যান তানভির ও তার বাবা পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে ।আটঘরিয়ার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সাংবাদিকদের বলেন আটঘরিয়ার চেয়ারম্যান ও পৌর মেয়রের নেতুত্বে আমাদের উপর অর্তকীত হামলা চালাই,এদের মধ্যে অনেকেই আহত হয়েছেনে ,আহত অবস্থায় ঈশ্বরদী সদর হসপিটালে চিকিৎসা নেন আটঘরিয়া উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, মোবারক হোসেন পান্না,ইন্জি: সাইফুল ইসলাম কামাল,চেয়ারম্যান চাদঁভা ইউনিয়ন ও খাইরুল ইসলাম যুবলীগ নেতা সহ অনেকেই।শাহ আলম সাংবাদিকদের বলেন, আজকের বর্ধিত সভায় পাবনা নেতৃবিন্দুর সামনে এই অতর্কীত হামলা পুর্ব পরিল্পিত।