আজ১০/০৯/২০২০ খ্রিঃ তারিখ সময় সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ এর ০৩ জন সদস্য সাদা পোশাকে পাবনা জেলার ফরিদপুর থানাধীন সাভার গ্রামের জনৈক নুরুজ্জামান এ বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার করতে যায়। মাদক উদ্ধার করতে গেলে মাদক বিক্রেতা ও সাতে থাকা ০৬ জন দুষ্কৃতিকারী র্যাব সদস্যদের মধ্য হতে ০১ জনের নিকট হতে ০১ (এক)টি পিস্তল জোরপূর্বক ছিনতাই করে ২টি মটরসাইকেল যোগে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় ।
পরবর্তীতে পাবনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও র্যাব সদস্যগণসহ সম্ভাব্য এলাকাসমূহে সারাদিন ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে। অদ্য সকাল ১১.৩০ ঘটিকা হতে রাত্রি আনুমানিক ১৯.৪৫ ঘটিকা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে পাবনা জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স ফরিদপুর থানাধীন রুহুলদহ হঠাৎপাড়া গ্রামের মসজিদের পার্শ্বে হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি পিস্তল, ম্যাগাজিনসহ ০৭ রাউন্ড গুলি এবং ০১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে।