অনলাইন রিপোর্টঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপনির্বাচন বাতিল চেয়ে নতুন তফসিলে নির্বাচনের দাবী করেছেন বিএনপি মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নিজ বাড়ি সাহাপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, সকাল ৯ টায় ভোট শুরুর পর থেকেই প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা ভোট কেন্দ্র দখল এবং তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
নির্বাচন বর্জন করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোন নির্বাচনই হচ্ছে না, যেখানে ভোটই হচ্ছে না সেখানে বর্জন করার কি আছে? আমি ভোট বাতিল চাই, নতুন তফসিল দিয়ে পুনরায় নির্বাচন দিতে হবে বলে তিনি দাবি করেন।
এ সময় তিনি তার দলের বিভিন্ন নেতা ও কর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং প্রশাসনের পক্ষপাতদুষ্টু আচরণের অভিযোগ তোলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা মামলা সাজানোর জন্য নিজেরাই তাদের দলীয় নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। মিথ্যা মামলা সাজিয়ে ধানের শীষের নেতা ও কর্মীদের সেই মিথ্যা মামলায় বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারের ভয়ে আমার নেতাকর্মীরা অনেকই ঘরবাড়ি ছাড়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল বারী সরদার, জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, আজমল হোসেন সুজন, রফিকুল ইসলাম রকি প্রমুখ।