আজ সকাল ১০ সকাল ঘটিকার সময় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে ঈশ্বরদী নাগরিক কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমরেড জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
উপমহাদেশের দেশের প্রখ্যাত শ্রমিক নেতা বাম রাজনীতিক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির [সিপিবি] উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য জসিম উদ্দিন মন্ডল এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী নাগরিক কমিটি এবং তার পরিবারের উদ্যোগে আজ সকাল ১০ টায় কেন্দ্রীয় গোরস্থানে জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ ।উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, নাগরিক কমিটি যুগ্ন আহবায়ক ফজলুর রহমান ফান্টু, সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকালের প্রতিনিধি সেলিম সরদার, সিনিয়র সাংবাদিক মাহহাবুবুল হক দুদু,সাংবাদিক কাজী রকিব উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি হাছানুজ্জামান,ও দৈনিক বীর বাংলা সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, কমরেড জসিম উদ্দিন মন্ডলের প্রধান শিক্ষক রকিবুজ্জামান,
সহ সিপিবির নেতৃবৃন্দ ।
এছাড়া পরিবারের উদ্যোগে শুক্রবার কাচারী পাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া জসিম মন্ডল গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে সদর উপজেলায় সিপিবির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে এতে সভাপতিত্ব করবেন জসিম মন্ডলের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল করিম মণ্ডল ২০১৭ সালের ২ অক্টোবর রাজধানীর গ্রিনরোডে হেলথ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।