অনলাইন রিপোর্ট:ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আহত শ্রমিক মোবারক হোসেন (২৩) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।এদিন সকালে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের নতুন হাট গোলচত্বরে ট্রাক উল্টে অটোবাইকের উপর পরে এ দূর্ঘটনা ঘটে। এতে ৫ শ্রমিক মারাত্মক আহত হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনায় আহত মোবারক হোসেন (২৩), তরিকুল ইসলাম (৪৫) সাগর হোসেন (২৪), খাইরুল ইসলাম (২৬) ও মিনারুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মোবারক ও তরিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী