অনলাইন রিপোর্ট:পাবনা ডিবি পুলিশের এসআই(নিঃ) অসিত কুমারের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ পাবনা শহরে প্যারাডাইজ মিস্টির দোকানেরে সামনে থেকে মোঃ সাব্বির রহমান সজিব, (৩৮), পিতা-মৃত মফিজুর রহমান, সাং-পাওয়ার হাউজপাড়া (রাধানগর), থানা-পাবনা। তাকে গ্রেফতার করার পর জিজ্ঞসাবাদে তাহার নিকট মাদক অস্ত্র থাকার কথা স্বীকার করিলে তাহার বাড়িতে গতকাল তল্লাশি করে,লোহার তৈরি দেশিয় বন্দুক,১টি পাকিস্থানি ১ টি সামুরাই, চাইনিজ কুড়াল, চাপাতি,বন্দুকের গুলি, ১০ পিচ ইয়াবা,১বোতল ফ্রেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে পাবনা ডিবি পুলিশ। আসামী মোঃ সাব্বির রহমান সজিবের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে ।পূর্বে তাহার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা মামলা রয়েছে ।