অনলাইন রিপো:শনিবার (১৭ই অক্টোবর) দেশব্যাপী বিট পুলিশিং সমাবেশের অংশ হিসেবে
ঈশ্বরদী বাস টার্মিনালে বিট ভিত্তিক সমাবেশ পালন করে ঈশ্বরদী থানা পুলিশ।
প্রতিটি সমাবেশে বিট অফিসারে সভাপতিত্বেপ্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবন্ধুর সান্যিধ্যপ্রাপ্ত আওয়ামী রাজনীতির একনিষ্ঠ কর্মী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি মহাদয় ।
সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এ সমাবেশের মূল উদ্দেশ্য। প্রতিটি সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেইজ এ সরাসরি সম্প্রচার করা হয়।
দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও সমাবেশে জানানো হয়।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, কর্মচারী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতর তথ্য মতে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০.৩০মিনিটে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সারাদেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশে পুলিশ সদস্যরা অংশ নেবে।