অনলাইন রিপোর্ট:গতকাল ডিবি পুলিশের এসআই অসিত কুমারের নের্তৃত্বে সংগীয় অফিসার সহ পাবনা সদর থানাধীন দারুল আমান ট্রাস্টের ভিতর ১০০০পিচ ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ।ডিবি পুলিশের চৌখশ এস্ আই অসিত জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিজান পরিচালনা করি, এবং সেখান থেকে মোঃ আরাফাত(২৩) পিতা-নুরুল ইসলাম সাং ডীপকুল ২। মোঃ সানোয়ার(৩০) পিতা-মোঃ বন্দে আলী সাং – মহেন্দ্রপুর থানা জেলা- পাবনা, ২ জনকে ১০০০ পিচসহ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।তাদের ২ জনকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পেরন করা হয়।