অনলাইন রিপোর্ট:পদ্মা নদীতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে সাঁড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে ‘অভিযান’ চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ টাকা।
অভিযানকালে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির উপস্থিত ছিলেন। ঈশ্বরদী উপজেলা মৎস্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় অভিযান চালায়।এ সময় নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ১১ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর (২২ দিন) ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।
জানা যায়, করোনাকালীন মহামারী ও মানবিক দিক বিবেচনায় আটককৃত ১১ জেলেকে জেল মওকুফ করে জনপ্রতি ৫০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।
এ সময় নদী থেকে আটক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।