অনলাইন রিপোর্ট:গতকালকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির চীফ ইন্সপেক্টর মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে ভিজিল্যান্স টিমএর বিশেষ অভিযান পরিচালনা করে বনলতা ট্রেনের পাওয়ার কারের ইঞ্জিন হইতে পাচারকালে ১২০ লিটার রেলওয়ের ডিজেল তৈল সহ মোঃ আঃ হাকিম কে আটক করে রেলওয়ে গোয়েন্দা পুলিশ।পরে তার পরিচয় নিশ্চিত করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ।লালপুরথানার,সিরামগাড়ী গ্রামের আরফান ছেলেআ: হাকিম। ১২০ লিটার তৈল সহ ডহর শৈলা রেলগেইট থেকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা চৌকি সুত্রে জানা যায়,এই অভিযানে নেতৃত্ব দেন মোঃ ফিরোজ আহমেদ চীফ ইন্সপেক্টর, অস্ত্র শাখার সাব-ইন্সপেক্টর ওবায়দুর রহমান ও রেলওয়ের গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।
এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী চৌকিতেএকটি মামলার হযেছে।