অনলাইন রিপোর্ট:গতকাল বিকাল পাঁচটার সময় জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দাশুড়িয়া কলেজপাড়া মাতৃমন্দিরে ২০হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দাশুড়িয়া জনতা ব্যাংক লিমিটেড শাখার উদ্যোগে ২০হাজার টাকা চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব অজিত কুমার পাল এফসিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড নাটোর এরিয়া অফিসের ডিজিএম জনাব মো: আব্দুর রাজ্জাক, জনাব মো:বকুল সরদার, চেয়ারম্যান দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ। জনতা ব্যাংক লিমিটেড পাবনা এরিয়া ইনচার্জ জনাব মো:মোহাম্মদ আব্দুল হামিদ [এজিএম], জনতা ব্যাংক লিমিটেড ঈশ্বরদী কর্পোরেট শাখার [এজিএম] জনাব মো: জাহাঙ্গীর হোসেন জোয়াদ্দার, জনতা ব্যাংক লিমিটেড পাবনা কর্পোরেট শাখার [এজিএম] জনাব মোঃ নজরুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব মো আবু বাশার সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক আবা জুট এন্ড টোয়াইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দাশুড়িয়া কলেজপাড়া মাতৃ মন্দিরের সভাপতি শ্রী বিপুল রঞ্জন সরকার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনতা ব্যাংক লিমিটেড দাশুড়িয়া বাজার শাখা ব্যবস্থাপক মো: খালেদ সাইফুল্লাহ সহ পাবনা সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি,মো: আ: আল মামুর সদস্য পাবনা জেলা আওয়ামীযুবলীগ। এছাড়া দাশুড়িয়া বাজার শাখার কর্মকর্তা মো: দানিয়াসুল আলম শামীম ও মোঃ শফিকুল ইসলাম অনন্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মানিত প্রধান অতিথি জনাব অজিত কুমার পাল মন্দির কমিটির সভাপতির হাতে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।