অনলাইন রিপোর্ট: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের টেকনিশিয়ান শামিমের স্ত্রী রোজিনা আক্তার (৪৩) ও শাশুরী জোৎনা(৬২) গতকাল সকালে বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
ঈশ্বরদী উপজেলার সাবেক টেকনিশিয়ান শামিমের স্ত্রী মুলাডুলি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের নারী উদ্যোগতা
রোজিনা আক্তার ও তার মা জোৎনা বেগম গতকাল সকালে মুলাডুলি নিজ বাড়ি থেকে চিকিৎসার জন্য বনপাড়া মিশন হাসপাতালে যাওয়ার সময় তাদের বহনকারী চঞ্চল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত জখম হওয়ায় ঘটনাস্থলেই মা জোৎনা বেগম ও মেয়ে রোজিনা আক্তারের মৃত্যু ঘটে। এ দূর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।