অনলাইন রিপোর্ট :করোনা পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্য সেবা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ ’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ইউরোপিয়ন ইউনিয়ন নেট্জ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক জোটের সভাপতি সাংবাদিক ও সংগঠক আতাউর রহমান বাবলু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার(আরএমও) ডাঃ শফিকুল ইসলাম শামীম।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমরাই পারি কর্মী আশিকুর রহমান, কলাম লেখক হাসান চিশতী, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, সুলতানা ইয়াসমিন শিল্পী, নুরুল হক প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি শিক্ষকগণ, মানবাধিকার কর্মী, গনমাধ্যম কর্মী, সাংস্কৃতিককর্মীসহ আরও অনেকে।