আজ সকাল ১১টার সময় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার শাহাব উদ্দিন, মজনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী রেলওয়ে থানা, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ম্যানেজার পাকশী রেলওয়ে [ডিআরএম], মো: শাহেদুল ইসলাম,মীর জহুরুল হক পুনো, সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ, মুরাদ মালিথা ,যুগ্নআহবায়ক ঈশ্বরদী উপজেলা কৃষক লীগ, আব্দুস সালাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা পরিষদ, আসলাম উদ্দিন খান সাধারণ সম্পাদক ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগ, রফিকুল ইসলাম হাসান স্বপন,সভাপতি, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগ ও কামাল আশরাফী কমিশনার, অনুষ্ঠানটির পরিচালনা করেন গোপাল সরকার ঈশ্বরদী রেলওয়ে থানা অফিসার ইনচার্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ঈশ্বরদী রেলওয়ে পুলিশিং কমিটির সভাপতিও সাবেক ভিপি, ওজি এস আসাদুর রহমান বিরু প্রমুখ।