আজ ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র টেন্ডারবাজি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এতে গুরুতর আহত হয় মুশফিক (১৮) ও রবিউল (২৯) নামে দুজন । সঙ্গে সঙ্গে ২ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রে একটি বড়োই ও আম বাগান রয়েছে । প্রতিবছরই স্থানীয় প্রভাবশালীরা টেন্ডারের মাধ্যমে পেয়ে থাকে সেই বাগান। এবং আরো জানা যায়, পাবনা জেলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী জনাব শামসুর রহমান শরীফ ডিলু এমপি মহোদয়ের পুত্র ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি জনাব, সিরাম শরীফ তমাল ও যুবলীগ নেতা কুদ্দুস উপস্থিত ছিলেন সেখানে। এ সময় সিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মাঝে তর্ক বিতর্ক শুরু হয় এবং তর্ক-বিতর্ক রূপ নেয় সংঘর্ষের। সংঘর্ষের মধ্যে হঠাৎ কোপ মেরে বসে যুবলীগ নেতা কুদ্দুস। এতে আহত হয় ২ জন, জানা যায় ১ জনের অবস্থা আশংকা জনক। আহত রবিউল ইসলাম বলেন টেন্ডার নিয়ে অনেকদিন যাবত সমস্যা চলতে ছিল। অনেক হুমকি ধামকি ও দিয়েছে আমাদের। তারা পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল মারামারির জন্য । শেষে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।