গতকাল ঈসাহক (২৫) এক পিটিয়ে যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সে শনিবার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, শক্রবার রাতে ঈশ্বরদীর সাঁড়াঘাট এলাকার জয়নাল মোল্লার ছেলে রবিউল ইসলাম মোল্লা (২৪) সাথে সিবিলহাট এলাকার দুলাল প্রাং এর ছেলে ঈসাহক আলীর কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল দোকানের লাঠি দিয়ে ঈসাহকের মাথায় আঘাত করলে, সে মারাত্নক আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটেয়ে পড়ে ।, এ সময় তার নাক ও কান দিয়ে রক্ত ক্ষরন শুরু হলে দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎষকরা ঈসাহককে রাজশাহী নেয়ার পরামর্শ দেন। সে সময়ই রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে, শনিবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মারা যান। এ রিপোর্ট লাখা পর্যন্ত ঈসহকের লাশ মইনা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।