অনলাইন রিপোর্টঃ ৭ নভেম্বর, দিনটিকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।
বিএনপির দাবি, ১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেন সিপাহী-জনতা।
সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
জাতীয় ইতিহাসের এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে বিএনপি। এই উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিরসহ সহযোগি অঙ্গ-সংগঠনগুলো শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় বিএনপির কার্যালয়ে দলীয় প্রতাকা উত্তোলন করে। পরে র্যা লি, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল ওমর খান সুমার, আলমগীর হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, বিষ্টু সরকার, যুবদল নেতা সাহিদুর রহমান সাহেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক মেহেদি হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।