ঈশ্বরদী উপজেলা উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রমের মধ্যো দিয়ে শুরু হয়েছে প্রচার ও প্রচারনা। নির্বাচন কমিশনার ইতোমধ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ নির্বাচন।
গত ২৬ সেপ্টেম্বরের জাতীয় সংসদের পাবনা -৪ আসেনর উপ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতিকের প্রার্থী হওয়ায় তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়।পাবনা -৪ সংসদ উপ নির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস এম পি নির্বাচিত হয়। এরপর থেকে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
তখন থেকেই আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ
মহিলালীগ,যুব মহিলা লীগের নেত্রী বৃন্দ উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।
আগামী ১৫ নভেম্বর মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেওয়ার ঘোষণার সাথে সাথে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেওয়া শুরু হয়েছে। আওয়মীলীগের নৌকা প্রতিকের মাঝি হওয়ার জন্য মনোনয়ন প্রার্থীরা হচ্ছেন৷
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের কন্য উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,
কৃষকলীগের অন্যতম নেতা পাবনা কৃষক লীগের সদস্য ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর আওয়ামী লীগের সদস্য পাবনা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস, আওয়ামী লীগের উপজেলা শাখার সহ সভাপতি ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান রিপন, মহিলা যুবলীগের নেত্রী বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, আমরা মুক্তি যোদ্ধার সন্তান ঈশ্বরদী সংগঠনের সভাপতি আব্দুর রহমান মিলন।
ইতোমধ্যে নৌকার মাঝি হওয়ার জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে, মুরাদ আলী মালিথা, মাহজেবিন শিরিন পিয়া, মকলেছুর রহমান মিন্টু, মোঃফরিদুল আলম ফরিদ, মীর জহুরুল হক পুনো। অন্যান্যরা জানান দুই একদিনের মধ্যে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করবে।