অনলাইন রিপোর্ট:বায়ার ক্রপে সায়েন্স লিঃ এর অর্থায়নে স্মল হোল্ডার ফ্যার্মিং প্রকল্পের আওতায় পাবনা জেলার সদর ঈশ্বরদী ও ভাঙ্গুরা উপজেলায় ৬৬৬জন কৃষকের মাঝে ২০০০ কেজি“অ্যারাইজ তেজ গোল্ডঃ জাতের উচ্চ ফলনশীল হাইব্রীড ধান বীজ বিনামূল্যে বিতর করা হয়। উক্ত ধান বীজ করোনা কালীন সংকট মোকাবেলায় কৃষকের মাঝে প্রণোদনা স্বরুপ বিতরণ করা হয়। উক্ত ধান বীজ সংশ্লিষ্ট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন বায়ার ক্রপ সায়েন্সের টেরিটরি অফিসার মোঃ হোসাইন আন মুফতি। বিনামূল্যে উচ্চ ফলনকালীন ধান বীজ পেয়ে কৃষকদের মাঝে আনন্দঘন
পরিবেশ সৃষ্টি হয় এবং এই করোনা কালীন দূযোর্গ মোকাবেলায়তাদের সাহস যোগান দিবে বলে কৃষকেরা মন্তব্য করেন। উল্লেখ্য যে গত আমন মৌসুমে ও বায়ার কৃষকের মাঝে বিনা মূল্যে ধান বীজ বিতরন করে এবং কৃষকের ধানের বাম্পার ফলন পেয়ে আনন্দিত। অ্যারাইজ ব্যান্ডের ধান সমহূ উচ্চ ফলনশীল এবং বালাই প্রতিরোধী হওয়ায় উৎপাদন খরচ কম, পাবনা জেলার ছাড়াতে ফরিদপুর,চাটমোহর ও আটঘরিয়ার উপজেলাতে পর্যায়ক্রমে বিনামূল্যে ধান বীজ বিতরন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে যার পরিমান ২০০০ কেজি। বায়ার এভাবেই কৃষকের পাশে থেকে গুনগত মানসম্পন্ন বালাইনাশক ও বীজ সরবরাহ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।