ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুর জেলার ভবানীপুর কামিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ নভেম্বর) মাদরাসা মিলনায়তনে সকাল ১০ ঘটিকা থেকে চলা এই দোয়া মাহফিল সমাপ্ত হয় দুপুর সাড়ে বারোটায়। ভবানীপুর কামিল মাদ্রাসা আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি থেকে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী (আল কোরাইশী)। সভাপতিত্ব করেন ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব হাসান মাসুদ।