ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫/১১/২০২০ তারিখে পাবনা জালালপুর এলাকা থেকে ১.৫(দেড়) কেজি গাঁজা সহ আলম নামে একজন ব্যক্তি আটক করেছে পাবনা ডিবি পুলিশ।আলম পাবনার জালারপুর এলাকার মৃত আছির প্রাং ছেলে।সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল ডিবি সূত্রে জানা যাই। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ে করা হচ্ছে।