ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৫ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুসের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম আলী খান, ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম, ফরিদুল আলম ফরিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, যুবলীগ নেতা দোলন বিশ্বাসপ্রমূখ নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।