ঈশ্বরদীর রূপপুরে নির্মানাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম নিউক্লিয়ার ডে পালন অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বেশির ভাগ সাংবাদিকদের আমন্ত্রণ না করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আয়োজকদের পক্ষে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে স্বজন প্রীতিরও অভিযোগ উঠেছে। আমন্ত্রণ বঞ্চিত সাংবাদিকদের অভিযোগে জানা গেছে ,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের শুরু থেকেই প্রকল্পটির সফল বাস্তবায়নে নানাভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সহযোগিতা সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। প্রকল্পে নানা অনিয়ম থাকা সত্বেও প্রকল্পের স্বার্থে ঐসব সাংবাদিকরা অনেক সময় অনিয়মের বিষয়গুলোকে গুরুত্ব দেননি। অথচ এই প্রকল্পে দায়িত্বরত কতিপয় কর্মকর্তা স্থানীয় কথিত দু’একজন সাংবাদিকের বিশেষ স্বার্থ রক্ষায় তাদের সাথে আঁতাত করে নিজেদের অপকর্মকে চাপা দিতেই বেশির ভাগ দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা, একাধিক টেলিভিশন ও বিভিন্ন অনলাইনের প্রতিষ্ঠিত সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়নি। এমনকি স্থানীয় গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়নি। সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে রূপপুরে নির্মানাধীন পারমাণবিক বিদ্যুৎ রূপপুর প্রকল্পের সাইট ইনচাজ রুহুল কুদ্দুস সাংবাদিকদের অভিযোগের বিষয়ে কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগকারী সাংবাদিকরা প্রধানমন্ত্রী,তথ্যমন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীল উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সকাল ১০টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পায়রা ও বলুন উড়িয়ে নিউক্লিয়ার ডে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান। এসময় উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোকিন, রূপপুর প্রকল্পের বিশেষজ্ঞ উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, বাংলাদেশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মনিরুল ইসলাম, বাংলাদেশ পরামানু শক্তি কমিশনের সদস্য আব্দুস সালাম, রূপপুর প্রকল্পের সাইট ইনচাজ রুহুল কুদ্দুস প্রমূখ। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিকসহ সার্বিক সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঈশ্বরদীর রূপপুরে নির্মাণ করা হচ্ছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন হয়। এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণবিক বিশ্বে প্রবেশ করে এবং বিশ্ব পারমাণবিক ক্লাবের সদস্য হয়। বাংলাদেশ বিশ্ব পারমাণবিক ক্লাবের ৩২ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। এই দিক থেকে দিনটির তাৎপর্য অনেক। তাই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই নিউক্লিয়ার ডে উদযাপন করা হয়।