পাবনা৷ আাতাইকুলার শ্রীপুর থেকে বিল্লাল১০)পিতা- আকজাদ তারা পিতার ব্যাটারী চালিত ভ্যান নিরে বাড়ি থেকে বের হয়, তারপর থেকে নিখোজ। ঐদিনই অাতাইকুলা থানায় জিডি হয়,। তারপর ডিবি পাবনা এস আই অসিত কুমার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে অদ্য ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একজন সন্দেহভাজন বকুল(৪২) পিতা-মৃত আঃ হাই সাং- শ্রীকোল থানা-আতাইকুলা জেলা- পাবনাকে নাটোর সিংড়া থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করিলে তার দেওয়া তথ্যমতে আজ দুপুর ১২.৪৫ মিনিটে পাবনা সদরের ভাড়ারা শাহী মসজিদ থেকে দক্ষিনে একটি ক্যানালের কচুরী পানার ভিতর লুকানো অবস্থায়
করা হয়।