অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীতে ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নিতকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআই আইপি জেন্ডার একশন প্ল্যান বাস্তবায়নের লক্ষে সচেতনতামূলক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মঙ্গলবার(০৯ মার্চ) বিকেলে শহরের শৈলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নাগরিকদের সুযোগ সুবিধা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা।
উঠান বৈঠকে পৌরসভার নারী শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফিরোজা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, কাউন্সিলর কামাল হোসেন, আবু জাহিদ উজ্জ্বল, বস্তি উন্নয়ন কর্মকতা জুয়েল আহমেদসহ এলাকার দুই শতাধিক নারী ও পুরুষ।