অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে এক দিনের ব্যবধানে দুই যুবক আত্মহত্যা করেছেন।
গত মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় মানিকনগর পূর্বপাড়া নিজ বাড়ির সামনে লিচু গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সজিব (২৪)। সে ওই এলাকার সালেম প্রামানিকের ছেলে। সজিব রাজধানীর একটি গার্মেন্টেসে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক কারণে আত্মহত্যা করেন।
আজ বুধবার (১০ মার্চ) বিকাল ৩টায় একই এলাকার নিজাম প্রাং ছেলে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাতুল (১৪) নিজ শয়ন কক্ষে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।